জামেউল উলুম মাদরাসা একটি ঐতিহ্যবাহী ও সুপ্রতিষ্ঠিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যার সূচনা হয় ১৯৮০ সালে, মিরপুর-১৪, ঢাকায়। মরহুম আব্দুল কাদির (রহ.)-এর আন্তরিক প্রচেষ্টা ও আল্লাহর রহমতে মক্তব বিভাগ দিয়ে এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন মুহতামিম ছিলেন মাওলানা ইলিয়াস দয়াপুরী (রহ.) এবং প্রথম শিক্ষাসচিব ছিলেন হাফেজ জামাল উদ্দীন (হাফিজাহুল্লাহ)।
প্রথমদিকে হাতে গোনা কয়েকজন ছাত্র এবং কয়েকজন আলেম নিয়ে শুরু হলেও আল্লাহর অনুগ্রহে মাদরাসাটি দ্রুত অগ্রগতি লাভ করে। একে একে নাজেরা, হিফজ, এবতেদায়ী, কিতাব বিভাগ চালু হয় এবং ১৯৯৮ সালে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত উন্নীত হয়।
প্রতিষ্ঠাকালীন সময়ে যাঁরা শিক্ষা কার্যক্রমে অবদান রেখেছেন তাদের মধ্যে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.), মাওলানা ইলিয়াস দয়াপুরী, হাফেজ জামাল উদ্দীন, মাওলানা আলী আসগর, মাওলানা ইউসুফ আলী, ও হাফেজ আমিনুল হক—এঁরা অন্যতম।
মাদরাসাটি বর্তমানে ইফতা, তাখাসসুস, সাহিত্য, দাওয়াহসহ বিভিন্ন উচ্চতর বিভাগ পরিচালনা করছে এবং দেশ-বিদেশে শিক্ষার্থীরা এর শিক্ষায় আলোকিত হয়ে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিভুক্ত এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ১২৫০ শিক্ষার্থী নিয়ে দ্বীনের আলো ছড়িয়ে দিচ্ছে।
আজ জামেউল উলুম কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি চেতনা, একটি দাওয়াহ ভিত্তিক আন্দোলন, যা যুগোপযোগী ও বহুমুখী শিক্ষার সমন্বয়ে আগামীর আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে অগ্রসরমান।
