সভাপতির বানী

আলহামদুলিল্লাহ, জামেউল উলুম মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি শিক্ষার বিস্তারে এক অনন্য ভূমিকা রেখে চলছে। এটি শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং একটি রূহানী কেন্দ্র, যেখানে কুরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞান ও আদর্শে গড়ে তোলা হচ্ছে আলোকিত এক প্রজন্ম। আমরা এমন একটি সমাজ গঠনের স্বপ্ন দেখি, যেখানে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে ঋদ্ধ মানুষ থাকবে। এই মাদরাসা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে—বিশুদ্ধ আকীদা, সহিহ ইলম ও ইসলামী আদর্শ নিয়ে ছাত্রদের গড়ে তুলতে। জামেউল উলুম মাদরাসার পাঠ্যক্রমে কুরআন, হাদীস, ফিকহ, তাফসীরের পাশাপাশি আরবি ও বাংলা সাহিত্য, দাওয়াহ, এবং অন্যান্য ব্যবহারিক জ্ঞানের বিষয় যুক্ত করে একটি যুগোপযোগী ইসলামী শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আমি মাদরাসার শিক্ষকবৃন্দ, ছাত্র, অভিভাবক, দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই দ্বীনি প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং জামেউল উলুম মাদরাসাকে দ্বীন ও মানবতার খেদমতে আরও কার্যকর ভূমিকা রাখার তাওফিক দিন—আমীন। আলহাজ্ব অমুক মিয়া সভাপতি জামেউল উলুম মাদরাসা